May 20, 2024, 4:43 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

অবশেষে বাংলাটিভির রংপুর প্রতিনিধি বাঁধন কারামুক্তি পেলেন

রংপুর প্রতিনিধিঃ

রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর মিথ্যা মামলায় বাংলাটিভির রংপুর প্রতিনিধি ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য রাফাত হোসেন বাঁধনের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক তার জামিন মঞ্জুর করেন। বিকেলে তিনি কারামুক্ত হন।
রংপুর মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর নাজমুল আলম জানান, রংপুর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর দায়েরকরা মামলায় বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করেন বাংলাটিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন। শুনানী শেষে আদালতের বিচারক দেলওয়ার হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।  এর আগে গত বৃহস্পতিবার বাঁধনের পিতাসহ আরও ৩ জনকে জামিন দিয়েছিলেন আদালত। সেই দিন বাঁধনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল।
রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ওয়ারেস আলী জানান যথাযথ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিকেল সাড়ে পাঁচটায় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
কারাগার থেকে বের হওয়া মাত্রই তাকে শুভেচ্ছা জানান রংপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম রাজু, মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর জেলা শাখার সভাপতি শফিউল করিম শফিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাদ্দাম হোসেন ডেমি, বাংলাদেশ সাংবাদিক সোসাইটি রংপুর শাখার অর্থ সম্পাদক নূর হাসান চান, জাতীয় সাংবাদিক সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য আলামিন ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ও পরে তাকে তার বাড়িতে পৌঁছে দেন সাংবাদিকরা।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর