September 21, 2023, 10:00 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী গুরুতর আহত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বাহিনীর যৌথ অভিযান, আটক ৩ কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪১ করদাতাকে সম্মাননা দিচ্ছে চট্টগ্রাম কর অঞ্চল

৪১ করদাতাকে সম্মাননা দিচ্ছে চট্টগ্রাম কর অঞ্চল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চারটি ক্যাটাগরিতে পাঁচ জেলার ৪১ করদাতাকে সম্মাননা দেবে চট্টগ্রাম কর অঞ্চল। একইসঙ্গে চট্টগ্রামের আট ‘কর বাহাদুর পরিবারকে’ও সম্মাননা দেওয়া হবে। আজ বুধবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যূৎ কুমার সরকার। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও জেলাসহ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার শীর্ষ করদাতাদের এ সম্মাননা দেওয়া হবে। ‘দীর্ঘসময় ধরে করদাতা’, ‘সর্বোচ্চ করদাতা’, ‘সর্বোচ্চ নারী করদাতা’ ও ‘সর্বোচ্চ তরুণ করদাতা’- এ চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা। প্রদ্যূৎ কুমার সরকার বলেন, করদাতাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে সবার মধ্যে কর সংস্কৃতি চালুর পাশাপাশি করযোগ্য সকলে কর প্রদানে আগ্রহী হয়ে উঠবে বলে আশা করি। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এবার ‘দীর্ঘসময় ধরে করদাতার’ সম্মাননা পাবেন ফাতেমা বিবি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এইচকে এমজি মোর্তুজা। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পাবেন অসিত কুমার সাহা, মো. আমজাদ খান ও নাছির উদ্দিন। নারী ক্যাটাগরিতে ফারহানা মোনেম এবং ৪০ বছরের নিচে তরুণ হিসেবে শিহাব উদ্দিন সম্মাননা পাবেন। চট্টগ্রাম জেলায় দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হলেন মোহাম্মদ সোলায়মান ও আলতাফ হোসেন চৌধুরী। সর্বোচ্চ করদাতা আবুল হাশেম, শামসুল হুদা ও সামিয়া আম্বেরীন। সর্বোচ্চ নারী করদাতার সম্মাননা পাবেন আনিকা তাহজীব, সর্বোচ্চ তরুণ করদাতায় মঈন উদ্দিন শাহরিয়ার। কক্সবাজার জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী হলেন আবুর কাশেম ও সালেহ আহমদ। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা ফারহানা ইয়াছমিন। সর্বোচ্চ করপ্রদানকারী – আতিকুল ইসলাম, সাইফুল করিম ও ওছিউর রহমান। এ ছাড়া সর্বোচ্চ তরুণ করদাতা আসাদ উল্লাহ। রাঙামাটি জেলার দীর্ঘ সময় করদাতা- লিয়াকত আলী। সর্বোচ্চ করদাতা লোকমান হোসেন তালুকদার, খলিলুর রহমান ও মো. আবু সৈয়দ। সর্বোচ্চ নারী করদাতা চিত্রা চাকমা এবং সর্বোচ্চ তরুণ করদাতা আসাদুজ্জামান মহসিন। বান্দরবান জেলার দীর্ঘ সময় করপ্রদানকারী নুরুল আলম ও বাদল কান্তি বড়-য়া। সর্বোচ্চ করদাতা হলেন নুরুল আবছার, আবদুস শুকুর ও মাহাবুবুর রহমান। সর্বোচ্চ নারী করদাতা হিসেবে সম্মাননা পাচ্ছেন মে হ্লা প্রু এবং সর্বোচ্চ তরুণ করদাতা ওমর কবির। খাগড়াছড়ি জেলার সর্বোচ্চ করদাতা জসিম উদ্দিন ও শাহ আলম। দীর্ঘ সময় কর প্রদানকারী হলেন আবুল কালাম, শহীদুল ইসলাম ভুইয়া ও নজরুল ইসলাম। সর্বোচ্চ নারী করদাতা ফরিদা আক্তার আর সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে সম্মাননা পাচ্ছেন রাজীব বণিক। এর বাইরে চট্টগ্রাম আট পরিবারকে কর বাহাদুর পরিবার হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে। এরা হলেন- আলী হোসাইন আকবর আলী ও তার পরিবার, আবুল হাশেম ও তার পরিবার, একে খান ও তার পরিবার, ফরিদ আহমদ ও তার পরিবার, জোহাইর তাহের আলী ও তার পরিবার, নুরুল ইসলাম বিএসসি ও তার পরিবার, এম জালাল উদ্দিন চৌধুরী ও তার পরিবার এবং নুর নাহার জামান ও তার পরিবার। কর কর্মকর্তারা জানান, বুধবার জিইসি কনভেনশন সেন্টারে হতে যাওয়া এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর