September 27, 2023, 8:06 pm

সংবাদ শিরোনাম
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

২ সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২ সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুই মেয়ে সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত কাজী চন্দনা পারভীন। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজী চন্দনা পারভীন। এ সময় তার দুই মেয়ে সাবরিনা আহমেদ ও ফারহানা আহমেদ উপস্তিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী চন্দনা পারভীন জানান, ১৯৮০ সালে সাড়ে বার বছর বয়সে পারিবারিকভাবে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের মৃত মান্নান মোল্লার ছেলে পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই সন্তানের জন্ম হলে ১৯৯৩ সালে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আমি আমার অবুঝ দুই শিশু সন্তানের ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় আদালত তাকে তিন বছরের সাজা দিলেও সে অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এরপর দীর্ঘ কয়েক বছর পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সে সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেয় নি।বর্তমানে আমি দূরারোগ্য ক্যান্সারে ভুগছি। যে কোনো সময় আমার কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে মেয়ে দুটি ভেসে যাবে।তিনি বলেন, আমার মেয়েদের ভরণপোষণের দায়িত্ব যাতে তাদের জন্মদাতা পালন করেন। সে জন্য আমি আপনাদেও মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্থক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর