২ সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
দুই মেয়ে সন্তানের ভরণপোষণের দাবিতে ফরিদপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের ক্যান্সার রোগে আক্রান্ত কাজী চন্দনা পারভীন। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজী চন্দনা পারভীন। এ সময় তার দুই মেয়ে সাবরিনা আহমেদ ও ফারহানা আহমেদ উপস্তিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী চন্দনা পারভীন জানান, ১৯৮০ সালে সাড়ে বার বছর বয়সে পারিবারিকভাবে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের মৃত মান্নান মোল্লার ছেলে পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর দুই সন্তানের জন্ম হলে ১৯৯৩ সালে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আমি আমার অবুঝ দুই শিশু সন্তানের ভরণপোষণের দাবিতে আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় আদালত তাকে তিন বছরের সাজা দিলেও সে অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এরপর দীর্ঘ কয়েক বছর পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সে সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেয় নি।বর্তমানে আমি দূরারোগ্য ক্যান্সারে ভুগছি। যে কোনো সময় আমার কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে মেয়ে দুটি ভেসে যাবে।তিনি বলেন, আমার মেয়েদের ভরণপোষণের দায়িত্ব যাতে তাদের জন্মদাতা পালন করেন। সে জন্য আমি আপনাদেও মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্থক্ষেপ কামনা করছি।