-
- গণমাধ্যম
- হিলিতে সাংবাদিকদের সাথে নবাগত সার্কেল সহকারী পুলিশ সুপার মতবিনিময় করেন
Exif_JPEG_420
- Update Time : March, 19, 2022, 10:03 pm
- 59 View
হিলি প্রতিনিধি||- হিলি হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরীফের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর থানার সার্কেলের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি)প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির, এনটিভি হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,করতোয়া পত্রিকার হিলি প্রতিনিধি ডা. আলতাব হোসেন, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, সময় টিভির ষ্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, ইনডিপেন্ডেট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আর টিভির হিলি প্রতিনিধি আঃ আজিজ,মানব কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি মুছা মিয়া, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজার্নুর রহমান মিজান, একাত্তর টিভির হিলি প্রতিনিধি তারিকুলসহ অনেকেই।
এসময় সাংবাদিকরা হিলি-হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরলে
নবাগত সহকারী পুলিশ সুপার শরীফ ও হিলিকে মাদক সহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।
এ ক্যাটাগরীর আরও সংবাদ