হাসপাতালে একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীর চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন প্রকাশক। বাসায় পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে এই লেখিকা গত রোববার থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগতে থাকা রমা চৌধুরী এর আগে কিছুদিন নগরীর খুলশী ডায়াবেটিস হাসপাতালেও চিকিৎসা নেন। তার কয়েকটি বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন বলেন, রোববার বাসায় ফেরার পর তিনি পড়ে যান। ডান পাশের কোমরের হাড় ভেঙে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার অপারেশনের প্রয়োজন। চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন, তা আমাদের কাছে নেই। জীবনে কখনো কারো কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ না করলেও এবার চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন এই বীরাঙ্গনা। আলাউদ্দিন খোকন বলেন, এই লেখিকার শারীরিক অবস্থা খুবই জটিল। তিনি নিজেই বলেছেন, চিকিৎসার জন্য তার আর্থিক সহায়তার প্রয়োজন। ৭৮ বছর বয়সী রমা চৌধুরী ডায়াবেটিস, ব্রংকাইটিস, পিত্তথলির পাথরসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২০১৩ সালের ২৭ জুলাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন তিনি। সারাজীবন নানা প্রতিবন্ধকতা ও দারিদ্র্যের সাথে লড়াই করা এই বীরমাতা সেদিনও কোনো সহায়তা না চেয়ে প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করে চট্টগ্রামে ফেরেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজলোর বাসিন্দা রমা চৌধুরী ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করনে। পেশা হিসেবে তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে বোয়ালখালীর পোপাদিয়ার গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী, এ সময় তার স্বামী ছিলেন ভারতে। ওই ঘটনার পর থেকেই খালি পায়ে হাঁটেন রমা চৌধুরী। এলাকার রাজাকারদের সহায়তায় পাকিস্তানী বাহিনী রমা চৌধুরীর বাড়িতে হানা দিয়ে তার বাড়িঘর জ¦ালিয়ে দেয়। রমা চৌধুরীর দুই সন্তান সাগর (৫) ও টগর (৩) এ ঘটনার দুই বছরের মধ্যে মারা যায়। তার আরেক সন্তান মারা যায় সড়ক দুর্ঘটনায়। রমা চৌধুরী ’৭১ এর জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’, ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৯টি বই লিখেছেন। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ এই বীরাঙ্গনার। নিজের লেখা বই নিজেই বিক্রি করেন তিনি। একাকী রমা চৌধুরী নগরীর চেরাগী পাহাড় মোড়ে লুসাই ভবনের একটি কক্ষে থাকনে। তার সঙ্গী কয়েকটি পোষা বেড়াল। নিজের লেখা বই বিক্রি করে একটি অনাথ আশ্রম গড়ার স্বপ্ন রমা চৌধুরীর।