December 11, 2023, 3:59 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

হারানো অধ্যায়ে অপর্ণা

হারানো অধ্যায়ে অপর্ণা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের ছোটগল্প ‘হারানো বলয়’ অবলম্বনে বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের নাম ‘হারানো অধ্যায়’। নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সম্পর্কের সংকট, প্রাক্তন প্রেমের টানাপড়েন, বিশ্ববিদ্যালয় জীবনের বিচিত্র অনুষঙ্গ, স্মৃতিময়তা ও যাপিত জীবনের বিচিত্র দিক ফুটে উঠেছে নাটকে। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও আদনান ফারুক হিল্লোল। গল্পে দেখা যাবে, বহু বছর পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকার সঙ্গে দেখা হয় আলম নামের এক তরুণের।

বিভিন্ন কারণে সে সম্পর্ক পূর্ণতা পায় না। অন্যদিকে অনেক বছর পর প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার পর দুজনের মাঝেই বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে। একসময় অভাব-দারিদ্র্য এসে ঘিরে ধরে দুজনকেই। দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে এগিয়ে যাওয়া একটি সম্পর্কের নানা সংকট নিয়ে এই নাটকের প্রেক্ষাপট। বাংলাদেশ টেলিভিশনে আগামি বুধবার নাটকটি প্রচার হবে। এদিকে অপর্ণা বর্তমানে বেশ কিছু ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এস এ টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘মন ছুঁয়েছে মন’ শির্ষক ধারাবাহিকটি। এটি পরিচালনা করেছেন মানিক মানবিক। ধারাবাহিকটি এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া আনিসুল হক মিলনের সঙ্গে ‘আকাশে মেঘ নেই’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এটি পরিচালনা করছেন রাশেদ রাহা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও এই অভিনেত্রী সুনাম অর্জন করেন। তিনি সর্বশেষ ‘ভুবন মাঝি’ শীর্ষক একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে অপর্ণা ওপার বাংলার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধেন। খুব শিগগির এই অভিনেত্রী নতুন একটি চলচ্চিত্রে চুক্তি হবেন বলে জানান।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর