September 23, 2023, 9:28 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাওর দুর্নীতি মামলার আসামী যুবলীগ নেতা হান্নানকে ওসমানী বিমানবন্দরে দুই ঘন্টা আটক।

হাওর দুর্নীতি মামলার আসামী যুবলীগ নেতা হান্নানকে  ওসমানী বিমানবন্দরে দুই ঘন্টা আটক।

সিলেট অফিস ঃ

দেড় মাস পর দেশে ফিরেছেন সুনামগঞ্জের হাওর ‘দুর্নীতি’ মামলার আসামী ও সিলেটের যুবলীগ নেতা আব্দুল হান্নান। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (নম্বর বিজি-২০২) তিনি দেশে ফেরেন বলে সংশ্লিষ্ট একটি  সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, যুবলীগ নেতা হান্নানের দেশে ফেরার বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে ‘স্টপ অর্ডার’ ছিল। এ কারণে বিমান থেকে নামার পর ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে বসিয়ে রাখে। পরে এম এ হান্নান উচ্চ আদালত থেকে তিন মাসের জামিনে থাকার বিষয়টি ইমিগ্রেশন পুলিশকে জানান। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করা হয়। দুদকসহ সংশ্লিষ্টদের ছাড়পত্র প্রাপ্তিশেষে প্রায় দু ঘন্টা পর ইমিগ্রেশন শেষ করে যুবলীগ নেতা হান্নানকে  বিমানবন্দর ত্যাগ করেন।
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত ওসি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ হান্নান বিমানবন্দর ইমিগ্রেশনে আসলেও আমাদের পর্যন্ত আসেনি। এ জন্য এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।’
গত ৩ আগস্ট হাওরে দুর্নীতির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ১৫ কর্মকর্তা, ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের ৪৬ জন ঠিকাদার এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৭৮ জনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হক । এর আগে এ ঘটনায় দুর্নীতির অভিযোগে ৬১জনকে আসামী করে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলার আসামী এম এ হান্নান গত নভেম্বরে সিলেটের একজন শীর্ষ রাজনৈতিক নেতার সাথে ভারতে যান।প্রায় দেড় মাস পর আজ রোববার তিনি দেশে ফিরলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর