December 11, 2023, 8:59 pm

সংবাদ শিরোনাম
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিখোঁজ স্বামী মিঠুন চৌধুরীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন স্ত্রী সুমনা চৌধুরী সীমা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে সুমনা চৌধুরী বলেন, গত ২৭ অক্টোবর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন রাজধানীর ফরাশগঞ্জ থেকে আমার স্বামী মিঠুন চৌধুরী ও তার এক সহকর্মী আশিক ঘোষকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। আমার স্বামী ও তার সহকর্মীকে উদ্ধার ও তাদের সন্ধান পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সুমনা চৌধুরী অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে জিডি নেওয়া সম্ভব নয় বলে জানান। স্বামী নিখোঁজের পর থেকে তিনি এবং তার স্কুলপড়ুয়া দুই সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান সুমনা চৌধুরী। তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার শাশুড়ি ও গ্রামের লোকজনও চরম দুশ্চিন্তায় ভুগছেন। আশিকের পরিবারও এ বিষয়ে উদ্বিগ্ন। নিখোঁজ মিঠুন চৌধুরী বাংলাদেশ জনতা পার্টির (বিজিপি) সভাপতি ও আশিক ঘোষ কেন্দ্রীয় নেতা। সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর