September 27, 2023, 10:14 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

সেন্সরে ‘আমি নেতা হব’

সেন্সরে ‘আমি নেতা হব’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

২০০৯ সালে জাকির হোসেন রাজু পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের পিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। চলতি বছর প্রায় আট বছর পর তারা আবারো জুটি হয়ে ‘আমি নেতা হব’ ছবির কাজ করেন। এরইমধ্যে ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এ ছবিটি সম্প্রতি সেন্সরে জমা হয়েছে বলে জানিয়েছেন ছবির এই নির্মাতা। তিনি বলেন, ছবিটি সেন্সরে জমা হয়েছে।

ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, ছবির গান ও গল্প দর্শকদের পছন্দ হবে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর নতুন বছরের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত। চলতি বছরের ৩১শে জুলাই আফতাবনগরে এই ছবির শুটিং শুরু হয়। এরপর চাঁদপুর, এফডিসিসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এদিকে, ছবির প্রধান নায়ক শাকিব খান বর্তমানে ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ববি। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। আর অন্যদিকে মিম অভিনীত ‘দাগ’ ও ‘পাষাণ’ নামে দুটি ছবির কাজ শেষ হয়েছে। এ দুটি ছবিতে যথাক্রমে পরিচালনা করছেন তারেক শিকদার ও সৈকত নাসির। এরমধ্যে ‘দাগ’ ছবিতে বাপ্পি চৌধুরী ও ‘পাষাণ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওম।

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর