September 21, 2023, 9:11 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

সেন্ট পিটার্সবুর্গে সুপারমার্কেটে বিস্ফোরণে আহত ১০

সেন্ট পিটার্সবুর্গে সুপারমার্কেটে বিস্ফোরণে আহত ১০

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ শহরের একটি সুপারমার্কেটে বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে সুপারমার্কেট চেইন পিরিক্রেয়স্তকে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণ (আইইডি) ঘটানো হয়েছে বলে শহরটির গর্ভনর দপ্তর জানিয়েছে, খবর বিবিসির।

মার্কেটের যে অংশে ক্রেতারা তাদের ব্যাগ রেখে মার্কেটে প্রবেশ করেন সেই লকার এলাকায় বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ঘটনাটিকে হত্যা চেষ্টার ঘটনা ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। ২০০ গ্রাম টিএনটির সমান শক্তিসম্পন্ন ওই বোমাটি ধাতুর টুকরা দিয়ে ভরা ছিল বলেও জানিয়েছেন তারা। সেন্ট পিটার্সবুর্গের তদন্ত কমিটির প্রধান আলেকজান্দর ক্লাউস জানিয়েছেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। বিস্ফোরণের পরপরই মার্কেটটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। মার্কেটটিতে আগুন লাগার কোনো খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর কাছ থেকে খবর পেয়ে সেন্ট পিটার্সবুর্গের কাজান ক্যাথেড্রালে হামলার একটি ছক উদঘাটন করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। ওই গোয়েন্দা সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

ওই সময় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল, একটি গোষ্ঠী রাশিয়ার বিভিন্ন জায়গায় হামলার চালানোর পরিকল্পনা করছে। তারপর বেশ কয়েকজনকে আটক করার খবরও প্রকাশিত হয়েছিল। এপ্রিলে সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলপথে এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর