December 10, 2023, 9:00 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণ নাকাল

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণ নাকাল
সোহেল রানা,সুন্দরগঞ্জ প্রতিনিধি

দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে,গাইবান্ধা জেলার প্রতি টি উপজেলায় এই উন্নয়নের ছোয়া লাগলেও এখন পর্যন্ত উন্নয়নের তলানিতে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন। বিগত বছর গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও এই উপজেলার শ্রীপুর ইউনিয়ন তেমন কোন সার্বিক উন্নয়ন হয়নি বিশেষ করে এই উপজেলার অর্ধেকের বেশি রাস্তা কাঁচা যা যান চলাচলের অনুপযোগী। অত্যান্ত যুকি নিয়ে প্রতিদিন জীবন যাত্রার যুদ্ধে চলতে হয় সকলকে। প্রায় এই সব কাঁচা আঁধা পাকা রাস্তায় ঘটে দূর্ঘটনা। এমন কি প্রান হারায় অসখ্য লোকজন । শ্রীপুর ইউনিয়নবাসী তাদের জেলায় বা উপজেলায় যাতায়াতের জন্য তেমন কোন উল্লেখ যোগ্য রাস্তা নেই। স্বাধীনতার ৪৭ বছর  পরেও এই অঞ্চলের লাগেনি উন্নয়নের ছোয়া মাত্র।  বিভিন্ন সময়ে কাঁচা রাস্তা গুলো সংস্কার করা হলেও ব্রক্ষপুত্রও তিস্তার বণ্যার কারনে বেহাল দশায় গাড়িতো দুরের কথা মানুষ চলাচলের অনুপযোগী। তাই এলাকা বাসীর দীর্ঘদিনের আশা বাদী রাস্তাগুলো পাঁকাকরন ও সংযোগ সেতু স্থাপনসহ কাচা,অধ্য পাঁকার রাস্তা নির্মান ও পুর্নর্নিমান করে এলাকা বাসীর এই দীর্ঘ জনদুর্ভোগ দূর করনে কর্তৃপক্ষ যথাপযোগী পদক্ষেপ নিবে। সেই স্বপ্ন দেখে এই অবহেলীত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নবাসী।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর