September 23, 2023, 4:51 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেটে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেটে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
সিলেট ব্যুরো
 
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। বোর্ডে এবার পাশের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ । গতবছর পাশের হার ছিলো ৯৩ দশমিক ৩৭ শতাংশ। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী।
শনিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো.কবির আহমদ।
তিনি বলেন,‘‘ সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে।
সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার) এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২০ হাজার ৮৮২ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯ টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭১ টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
গত বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভাল ফল করলেও এবার এগিয়ে মেয়েরা। ৭৭ হাজার ১৬৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন । অন্যদিকে ৫৮ হাজার ২৬ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৭৯৩ জন।
মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৯ দশমিক ২৪ শতাংশ।
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ৩৫ হাজার ৪১৮ জন, এ মাইনাস গ্রেডে ২১ হাজার ৫১৪ জন, বি গ্রেডে ২৬ হাজার ১৪১ জন, সি গ্রেডে ৩৬ হাজার ১২২ জন ও ডি গ্রেডে ৪ হাজার ৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর