September 23, 2023, 4:37 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরিয়ায় আটকে পড়া শিশুরা দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে

সিরিয়ায় আটকে পড়া শিশুরা দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থায় আটকেপড়া শিশুরা বন্দি বিনিময়ে দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী জ্যান এগিল্যান্ড জানান, তিনি মনে করেন বিদ্রোহীরা শিশুদের বিনিময়ে সরকারি কর্মচারীদের মুক্তি দিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার চার জনের পর গত বুধবার আরও ১২ রোগীকে অন্যত্র সরানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আরও ১৩ জন আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীকে সরানো হবে।

এগিল্যান্ড বলেন, আশাকরি চুক্তিটি যেন ভালো হয়। খারাপ চুক্তিও হতে পারে। যদি তারা অসুস্থ শিশুদের বিনিময়ে বন্দিদের মুক্তি দেয় তাহলে এটা কোনও ভালো চুক্তি নয়। কারণ এতে করে শিশুরা যুদ্ধের হাতিয়ারে পরিণত হবে। এটা হওয়া উচিত নয়। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির তাদের অধিকার রয়েছে। তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমাদের দায় রয়েছে।

এগিল্যান্ড জানান, পূর্ব গৌটায় চিকিৎসা সুবিধা বলতে খুব বেশি কিছু নেই।

পূর্ব গৌটার প্রধান বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল-ইসলাম গত বুধবার জানিয়েছে,  ২৯জন বন্দির মুক্তির বিনিময়ে আটকে পড়াদের অন্যত্র সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সরকার রাজি হয়েছে।

২০১৩ সাল হতে যুদ্ধ কবলিত গৌটা শহরে সরকারি বাহিনীর অবরোধের মুখে রয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর