December 2, 2023, 10:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিনিয়র বুশ ভোট দিয়েছিলেন হিলারিকে

সিনিয়র বুশ ভোট দিয়েছিলেন হিলারিকে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেই যে ভোট দিয়েছিলেন, তা নিজেই নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।

ডোনাল্ড ট্রাম্পকে ‘দাম্ভিক’ বলে তাচ্ছিল্যও করেছেন তিনি।

‘দ্য লাস্ট রিপাবলিকান’- নামের সদ্য প্রকাশিত একটি বইয়ে এসব তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিয়ে ফাঁকা ব্যালট জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

মার্ক আপডেগ্রোভের লেখা বইটির প্রিভিউয়ের উদ্ধৃতাংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

ভোটের আগে রিপাবলিকান পার্টির কাউন্সিলেও ট্রাম্প সাবেক কোনো প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সমর্থন পাননি। সিনিয়র কিংবা জুনিয়র বুশ কেউই আবাসন ব্যবসা থেকে রাজনীতিতে এসেই প্রার্থী বনে যাওয়া ট্রাম্পকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন না।

এবার জানা গেল, বর্তমান প্রেসিডেন্টকে ভোটও দেননি তারা।

“আমার তাকে পছন্দ হয়নি। তার সম্বন্ধে খুব বেশি কিছু জানিওনা, যদিও বুঝি তিনি (ট্রাম্প) দাম্ভিক। তার নেতা হওয়া নিয়ে আমার উচ্ছ্বাস নেই,” লেখককে এমনটাই বলেছিলেন জর্জ বুশ সিনিয়র।

১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা বুশের ধারণা, ‘অহংবোধ থেকেই’ ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন।

তার ছেলে বুশ জুনিয়র বলছেন, “প্রেসিডেন্ট মানে কি, ট্রাম্প সেটা জানেন না। ”

সব কিছুতে বর্তমান প্রেসিডেন্টের প্রতিক্রিয়া দেখানো নিয়ে বিরক্তিবোধের কথা জানান সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আপডেগ্রোভ জানান, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বুশ জুনিয়রের এক মন্তব্য থেকেই তিনি বইয়ের নাম দেন।

ডব্লিউ বুশ সেসময় লেখককে বলেছিলেন, “ভয় হয়, আমিই বোধহয় শেষ রিপাবলিকান প্রেসিডেন্ট। এটা কেবল হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হতে পারেন সেজন্য নয়, ভয় রিপাবলিকান পার্টির যে দুঃসময় যাচ্ছে সেজন্যও। ডোনাল্ড ট্রাম্প এখন এমন সবকিছুর প্রতিনিধিত্ব করছেন, বুশরাও যা ঘৃণা করেছে।”

সাবেক প্রেসিডেন্টদের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ এসেছে হোয়াইট হাউজ থেকে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স বলেছেন, আমেরিকার জনগণ রাজনৈতিক অঙ্গনের বাইরে থাকা একজনকে এই কারণেই নির্বাচিত করেছে, কারণ তিনিই বাস্তব, ইতিবাচক ও প্রয়োজনীয় পরিবর্তনে সক্ষম।

“তারা যদি দশককাল ধরে করা ব্যয়বহুল ভুলের পুনরাবৃত্তিতেই আগ্রহী হতো, তাহলে জনগণের ওপর রাজনীতি চাপিয়ে দেওয়া প্রতিষ্ঠিত রাজনীতিবিদের কোনো একজনই বিজয়ী হতেন,” বলেন তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর