September 21, 2023, 10:56 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী গুরুতর আহত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বাহিনীর যৌথ অভিযান, আটক ৩ কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে মহিলা দল নেত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

সাভারে মহিলা দল নেত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 


‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়’ ঢাকার সাভারে মহিলা দলের এক নেত্রীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। একই সময় তার স্বামীকেও মারধর করা হয় বলে ওই নারী অভিযোগ করেন। সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার ময়না ও তার স্বামী দলিল লেখক কবীর হোসেন। মৌসুমী আক্তার ময়না ও কবীর হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী সাংবাদিকদের বলেন, দক্ষিণ দড়িয়াপুর মহল্লার বাসিন্দা প্রতিবেশী ইলেকট্রনিক্স ব্যবসায়ী আহসান উল্লাহ প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় রাস্তাঘাটে দেখা হলেই তার উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলতেন। এসব বিষয় উল্লেখ করে আমি এর আগে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি নম্বর ৮৬৪) করেছি। মৌসুমী আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ও তার স্বামী রিকশায় বাসার সামনে নামলে আগে থেকে ওৎপেতে থাকা আহসান উল্লাহ ও তার সহযোগী ‘বখাটে’ হিমেলসহ অন্তত ২৫/৩০ জন যুবক তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। আমাকে টেনেহিঁচড়ে আহসান উল্লার বাড়িতে নিয়ে মারধর করে পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার স্বামীকেও বেদম মারধর করে তারা। তবে আহসান উল্লাহ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মহিলাই (ময়না) ভালো না, সে-ই চাপাতি নিয়ে আমার উপর হামলা করেছিল। তবে আহসান উল্লাহ কিংবা তার দলের কেউ আহত হননি বলে জানান তিনি। সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর