December 4, 2023, 6:14 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

সাভারে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

সাভারে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

ঢাকার সাভারে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার ‘রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এ ঘটনা ঘটে বলে শিশুটির বাবা জানান। মৃত সোহাগ হোসেন (আট মাস) মানিকগঞ্জের সিংগাইর থানার আলীনগর গ্রামের রিপন হোসেনের ছেলে। রিপন হোসেন বলেন, ছেলের খাৎনা করার জন্য গত সোমবার সাভারের রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।পরে ওই ক্লিনিকের এনেস্থেসিওলজিস্ট টিটু ছেলেকে একটি ইনজেকশন দেন। পরে সার্জারি চিকিৎসক আকরাম হোসেন খাৎনা করানোর কিছুক্ষণ পরেই ছেলের অবস্থার অবনতি ঘটলে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর ওই চিকিৎসক ক্লিনিক থেকে কৌশলে পালিয়ে যান বলে জানান তিনি। রিপন বলেন, ভুল চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করলে উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়ার ভয়ভীতি দেখায় রেজিয়া ক্লিনিক কতৃপক্ষ। পরে তারা লাশ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নুরজাহান আক্তার বলেন, ক্লিনিকে চিকিৎসা নিতে এলে রোগী মারা যাবে, সুস্থ্ হবে এটাই স্বাভাবিক। তবে কেউ কি আর ইচ্ছে করে মারে। আর যে চিকিৎসক খাৎনা করেছেন তিনি তো ভুয়া চিকিৎসক নন। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক জানান, রেজিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে সার্জারি চিকিৎসক শাহনাজ পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর