December 11, 2023, 2:47 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

সান্তাহারে বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

রাহুল পারভেজআদমদিঘী (বগুড়াপ্রতিনিধি:

গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি এবং এবং পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিম এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন এর বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার সান্তাহার বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড: সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার, সাধারন সম্পাদক আবু হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ।

প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেছেন, আগামীর দেশনায়ক তারেক রহমান যেমন বলেছেন, মানুষের মুখে মুখে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ আজ নি:স্ব হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেলের কারণে কৃষক, সারের কারণে কৃষক, কীটনাশকের কারণে কৃষক তার জীবিকা হারিয়েছে, নি:স্ব হয়েছে। এই হলো বাংলাদেশের কৃষকের চিত্র। তিনি এই সরকারের পতনের জন্য আগামীর যে কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর