September 21, 2023, 10:23 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী গুরুতর আহত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বাহিনীর যৌথ অভিযান, আটক ৩ কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিককে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান

 

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির শামিম এর বিরুদ্ধে এক নারীর থেকে সরকারী ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিলো পরে স্থানীয় দৈনিক দেশ বার্তা পত্রিকায় খবর টি প্রকাশ পায়। এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: অলিউর রহমান মিরাজ এর নামে রংপুরে সাইবার ট্রাইবুনালে মামলা করেন ওই ইউনিয়ন চেয়ারম্যান। মামলা করার অল্প কিছুদিন পরেই ভুক্তভোগীর বাসায় এসে চেয়ারম্যান নিজে সব টাকা তাদেরকে ঘুরে দেয়। এবং মিথ্যা একটি সাক্ষাৎকার নিয়ে চলে যায়।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের রনজয়পুর গ্রামের মোঃ সেকেনদার এর স্ত্রী মোছাঃ রুপিয়া খাতুনের থেকে আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নিয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির শামিম মিয়া। দীর্ঘ দিন আগে টাকা নিয়েও এখনো কোন ঘর দেইনি চেয়ারম্যান তবে তাকে বললে বিভিন্ন তালবাহানা দেখিয়ে কথা এরিয়ে যায় চেয়ারম্যান। এবং নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর সভাপতি মো: অলিউর রহমান মিরাজ এর নামে ওই চেয়ারম্যান রংপুর সাইবার ট্রাইবুনালে মামলা করেন। মামলা করার অল্প কিছুদিন পরেই ভুক্তভোগীর বাসায় এসে চেয়ারম্যান নিজে সব টাকা তাদেরকে ঘুরে দেয়। এবং মিথ্যা একটি সাক্ষাৎকার নিয়ে চলে যায়।

এদিকে নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টাস ইউনিট এর সভাপতি অলিউর রহমান মিরাজ এর নামে মিথ্যা মামলা দায়ের করায় সোমবার সকাল ১১ টায় নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টাস ইউনিট এর এক জরুরি সভা আহ্বান করা হয়।

এ ঘটনায় সাংবাদিকগণ চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সকল সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর