September 23, 2023, 4:23 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া ছাত্র উদ্ধার

সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া ছাত্র উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে আইএস পরিচয়ে অপহরণ হওয়া দশম শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান সৈকতের (১৩) সন্ধান পাওয়া গেছে। গত ১৫ অক্টোর দিবাগত রাতে অজ্ঞাত একদল লোক তাকে বাড়ির পাশে রাস্তায় ফেলে যায়। পরে অসুস্থ অবস্থায় পরদিন সকালে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছাত্রের বাবা আবদুল মান্নান জানায় আমি ঘরে বাইরে পায়চারি করছিলেন। সময় বাড়ির পাশে রাস্তার ওপর সৈকতকে পড়ে থাকতে দেখতে পাই। সময় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরদিন সকালে তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান বলেন, ছেলেটির শরীর খুবই দুর্বল, তাই সে কথা কম বলছে। তবে প্রাথমিক ভাবে তার শরীরে গুরুতর কোন সমস্যা নেই।

উল্লেখ্য যে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বিআরডিবি কর্মচারী আবদুল মান্নানের ছেলে স্থানীয়  চিলড্রেন’হোম পাবলিক স্কুলের ছাত্র মাহবুবুুর রহমান সৈকত গত শুক্রবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়।

ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, ‘ঘটনাটি তদন্ত চলছে। ছেলেটি সুস্থ্য হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর