December 11, 2023, 10:33 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন-বর্তমান সময়কে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। কিভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য সেই চক্রটি এখনো দেশি-বিদেশী ষড়ষন্ত্র চালাচ্ছে। শুধু তাই নয় তারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করছে। রক্তাক্ত লাশের ওপর দাঁড়িয়ে তারা দেশের ক্ষমতায় যেতে চাই। বিশেষ করে দেশের ভিতরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়ি-ঘরে আগুন ধরানো এ কাজগুলোই তারা করছে। সুপরিকল্পিত ভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল বুধবার বেলা ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বাংলা একাডেমি আয়োজিত কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মীরের সমাধীস্থলে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,যারা দেশের স্বাধীনতা চায়না, যারা আমার দেশের উন্নয়ন চায়না, যারা শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করে তাদের কে আপনারা চিনে রাখবেন। সময় বুঝে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন। মনে রাখবেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলার মানুষ ভালো থাকবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে মীর মশাররফ হোসেনের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাসুদুজ্জামান, বাংলা একাডেমির অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুর জব্বার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর