December 2, 2023, 8:07 am

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্রীলংকাকে হারিয়ে আফগান অধিনায়ক যা বললেন

১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা পরাস্ত হলো এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে। সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকা হেরে যায় আফাগানিস্তানের বিপক্ষে।

এদিন শ্রীলংকাকে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট করে আফগানরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

এর আগে বিশ্বকাপের চলতি আসরেই সবশেষ ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারায় আফগানরা।

সোমবার পুনেতে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়ে ৭৪ বলে দুটি চার আর এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

খেলা শেষে তিনি বলেন, সব বিভাগে যেভাবে পারফর্ম করেছি এতে আমরা বেশ খুশি এবং অধিনায়ক হিসেবে আমি গর্বিত।। পাকিস্তানের বিপক্ষে জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা বোলিংয়েও খুব ভালো শুরু করেছি। কোচ আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথায় আমাদের মানসিকতা অনেক বদলে গেছে। বিশ্বকাপের আগে আমরা অনেক পরিশ্রম করেছি। তার ফলও পাচ্ছি।

হাশমতউল্লাহ আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই। আমি ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন করার জন্য স্টেডিয়ামে আসায়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর