September 27, 2023, 8:22 pm

সংবাদ শিরোনাম
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ‘স্মরণ ও মনন’ শীর্ষক আলোচনা সভা

শ্রীমঙ্গলে ‘স্মরণ ও মনন’ শীর্ষক আলোচনা সভা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

সাংবাদিক গোপাল দেব চৌধুরীর স্মরণসভায় বক্তারা তাকে সাংবাদিক এবং সাংবাদিকতার দিকপাল হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ, সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতা করেছেন ও সাংবাদিক তৈরি করেছেন। মানুষের মনে নৈতিকতা শিক্ষা দিয়েছেন। মানুষকে ভালকাজে উদ্ধুদ্ধ করেছেন। তিনি হয়তো উপজেলায় সাংবাদিকতা করেছেন,তার কোন সন্ধান আমরা পায়নি। তিনি হয়তো জাতীয় পর্যায়ে থাকলে আমরা সারা দেশ  উপকৃত হত। জাতি হয়তো তার কথা জানতো। তার মৃত্যুতে সাংবাদিকতায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। সাংবাদিকের এখন নানামূখী চেলেঞ্জ। এই চ্যালেঞ্জ কিন্তু,শুধু সাংবাদিকতার চ্যালেঞ্জ বললে হবে না। সেখানে জঙ্গিবাদের হুমকি আছে। গত ১১ নভেম্বর শনিবার রাতে স্থানীয় মহসিন অডিটরিয়ামে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি গোপাল দেব চৌধুরীর প্রয়ানে শোকাঞ্জলি  ‘স্মরণ ও মনন’  শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খাঁন,সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি জাহিদুজ্জামান ফারুক, সাবেক এআইজিপি মালিক খসরু,সাংবাদিক নেতা রিয়াজ চৌধুরী, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ইউএনও মো.মোবাশশেরুল ইসলাম। উপস্থিত ছিলেন  গোপাল দেব চৌধুরীর পরিবারের সদস্যরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, প্রায়াত গোপাল দেব চৌধুরীর প্রয়ানে সিলেট তথা দেশের সাংবাদিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি করেছে তা পূরণ হবার নয়। তিনি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের অনুকরণে জাতীয় প্রেসক্লাব কর্তৃক ‘গোপাল দেব চৌধুরী স্মৃতি পদক’ প্রবর্তনে জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রয়াত সভাপতি গোপাল দেব চৌধুরী স্বরণে ‘অন্তরে নিরন্তন’ নামে একটি স্বরণীকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। এর আগে সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাব ভবন সম্প্রসারিত ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর