September 21, 2023, 9:15 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

শেষ সময়ে এইচএসসিতে আইসিটি পরীক্ষার নম্বর কমল

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড: ২৭৫) নম্বর কমানো হয়েছে। এবার আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে গতকাল সন্ধ্যায় পরিবর্তিত মানবণ্টনের তথ্য প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিদ্যমান নম্বর বণ্টনে দেখা যায়, আগে সৃজনশীল (তত্ত্বীয়) অংশে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হতো। সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পূর্ণমান প্রতিটিতে ১০ নম্বর করে মোট ৫০। পরিবর্তিত নম্বর বণ্টনে ২ ঘণ্টায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে; পূর্ণমান প্রতিটিতে ১০ করে মোট ৩০ নম্বর।

বিদ্যমান নম্বর বণ্টনে বহু নির্বাচনী অংশে ২৫ মিনিটে ২৫টি প্রশ্নের মধ্যে ২৫টির উত্তর দিতে হতো। প্রতিটিতে ১ নম্বর করে মোট নম্বর ২৫। পরিবর্তিত নম্বর বণ্টনে ২৫টির মধ্যে ২০টির উত্তর দিতে হবে; এতে সময় ২৫ মিনিট। পূর্ণমান ২০ নম্বর। ব্যবহারিক অংশে আগের মতো ২৫ নম্বর বহাল রয়েছে।

আগে তত্ত্বীয় অংশে ৫০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বর ছিল। পরিবর্তিত অবস্থায় তত্ত্বীয় অংশে ৩০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২০ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলিয়ে মোট ৭৫ নম্বরে পরীক্ষা হবে। আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর জন্য এরই মধ্যে সূচি প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর