December 2, 2023, 10:06 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে-এমপি মানিক

শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে-এমপি মানিক
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)


পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখুন উন্নয়ন হবে। ২০১৪সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আ’লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই এরাস্তাসহ ছাতক-দোয়ারার প্রতিটি রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকা অবশই জরুরি। ২০০৮সালের নির্বাচনে বিজয়ের পর যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছিলাম সেগুলো একে একে এখন শেষ করে আনছি। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলাম বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। ২০১৮সালের নির্বাচনে বিজয়ি হতে পারলেই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। বৃহস্পতিবার ২নভেম্বর বিকালে উপজেলার চরমহলা ইউনিয়নের টেটিয়ারচর বাজার থেকে বল্লভপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন উপলক্ষে এলাকাবাসীর দেয়া সংবর্ধনায় তিনি প্রধান অতিথির ক্তব্য রাখছিলেন। বিশিষ্ট মুরুব্বি আছলম আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া,  উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, আলহাজ্ব সুন্দর আলী, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া, যুক্তরাজ্য আ’লীগ নেতা বদরুজ্জামান শামীম, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, আ’লীগ নেতা আনফর আলী, আব্দুল মজিদ, চরমহলা ইউপি আ’লীগের সভাপতি মতিউর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর