December 11, 2023, 9:11 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম

শীতের সবজি উঠলে দাম কমবে: কৃষিমন্ত্রী

শীতের সবজি উঠলে দাম কমবে: কৃষিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

কয়েক দফা ভারী বৃষ্টিপাতের কারণে দাম বেড়েছে জানিয়ে সহনীয় দামে সবজি পেতে শীতকালীন সবজি না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সচিবালয়ে গতকাল বুধবার কৃষি সম্প্রসারণ বাতায়নেরপরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গত সপ্তাহে বৃষ্টিতে সবজির বীজতলা নষ্ট হয়ে গেছে, কিন্তু অদম্য কৃষক আবার চাষ শুরু করেছে। নতুন সবজি ওঠার পর পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী। তখন হয়তবা হেডিংয়ে আসবে কৃষক দাম পাচ্ছে না। এই দুটো হেডিংয়ের জন্যই আমি প্রস্তুত থাকি- কৃষক দাম পাচ্ছে না বা বাজারে আগুন। বাংলাদেশে বসবাস করলে এই দুটো হেডিং আমাদের জন্য নির্ধারিত থাকে।মতিয়া বলেন, (সবজি দাম নিয়ে পত্রিকার শিরোনাম) মাস্টার হেডে বসাবেন এটা আপনাদের উপর ও প্রকৃতির উপর নির্ভর করে। আমি এককভাবে বলছি না, আপনারাও বসাতে পারেন। আর প্রকৃতি যদি বিরূপ হয় তবে আপনাদের জন্য সুবিধা হয়, এই আর কি। সবজি উৎপাদনে বাংলাদেশের তৃতীয় অবস্থানে থাকার কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, আল্লাহর রহমত আমাদের সুবিধা হল আমরা সারা বছর সবজি উৎপাদন করতে পারি। অনেক দেশে কিন্তু ছয় মাসের কৃষি। এসময় আর কটা দিন সবুর কর রসুন বুনেছি। প্লিজ একটু সময় দিন, বলে হেসে ওঠেন কৃষিমন্ত্রী। দুই দফা বন্যার পর হু হু করে বেড়েছে সবজির দাম। কেজিতে ৫০ টাকার কমে কোনো সবজিই বাজারে নেই। এ বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। মতিয়া বলেন, ইতোমধ্যে আমরা কৃষকদের প্রণোদনা ও পুনর্বাসনের জন্য বীজ দিয়েছি। এভাবে কোনোদিন কৃষকদের সহায়তা দেওয়া হয়নি। বেগুন, সরিষা, মাশকলাইয়ের বীজ কোনোদিন বিতরণ হয়নি। সবজি বীজের সঙ্গে অর্থকরি ফসলের বীজও আমরা যতটা পেরেছি দিয়েছি। কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, ‘আপনারা হয়তো জানেন গত ১০ বছরে বাংলাদেশে সবজি ও ফলের উৎপাদন তিনগুণ বেড়েছে। এত বন্যা, এত সমস্যা যে হয়েছে তারপরেও। বৃষ্টিতে হয়ত বীজতলা নষ্ট হয়েছে কিন্তু আবার নতুন করে লাগানো হয়েছে। হয়ত সাত থেকে ১০ দিন পিছিয়ে গেছে। কিন্তু উৎপাদন আমাদের গত বছরের চেয়ে বেশি হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর