-
- লিড নিউজ, সারাদেশে
- শীতল পাটি শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে
- আপডেট সময় December, 28, 2017, 11:45 pm
- 567 বার পড়া হয়েছে
শীতল পাটি শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে
মোঃরাহাত আনোয়ার
সিলেট অফিস
সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, শীতলপাটি শুধু বালাগঞ্জ কিংবা সিলেটের জন্য আনন্দ নয় এ আনন্দটি বাংলাদেশের খ্যাতি আন্তজার্তিক পরিমন্ডলে। এ শিল্পটিকে টিকিয়ে রাখতে সবাই এক হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে কারিগরদের প্রশিক্ষিত করে তুলতে হবে। সরকারের পাশাপাশি সচেতন জনসাধারন শিল্পের প্রয়োজনীয় উপকরনে তৈরীতে ভুমিকা রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বালাগঞ্জের শীতলপাটি ইউনেস্কো স্বীকৃতি লাভে আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। বালাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনন্দ উৎসব সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রদীপ সিংহ।
হিসাব রক্ষন কর্মকর্তা সাধন চন্দ্র দাসের পরিচালনায় আনন্দ উৎসব সভায় বক্তব্য রাখেন সিলেট স্থানীয় সরকারের উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ আমিনুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলার ইউএনও মোঃ আনিসুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দৈনিক শুভপ্রতিদিন এর প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিযা, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ জুনেদ মিয়া, আইডিয়ার নির্বাহী পরিচালক মোঃ নজমুল হক, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাবউদ্দিন শাহীন, বালাগঞ্জ শতিলপাটি উৎপাদন বিপনন ও বাজারজাত করন সমিতির পক্ষে লিটন দাস লিকন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভির আহমদ রুমান। শীতলাটি কারিগর ও ব্যবসায়িদের ক্রেষ্ট ও সম্মানী প্রদান করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় শীতলপাটি কারিগর ও ব্যবসায়িদের তালিকা নিয়ে অনুষ্টানস্থলেই মিশ্র প্রত্রিক্রিয়া দেখা দেয় ।
এর আগে সকাল ১১টায় বালাগঞ্জ ডাকবাংলা থেকে আনন্দ উৎসব উপলক্ষ্যে শোভাযাত্রাটি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলনের পরিচালনায় আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, বক্তব্য রাখেন ইউএনও প্রদীপ সিংহ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া।
উক্ত শোভাযাত্রায় ওসমানীনগরের ইউএনও মোঃ আানিসুর রহমান,বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুবক্কর সিদ্দিক,পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, পশ্চিম গৌরিপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপু, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুর হাফিজ রেনু, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মাখন মিয়া, সাধারন সম্পাদক মকবুল মিয়া, বালাগঞ্জ খেলোয়াড় কল্যান সভাপতি আইনুর আহমদ রুমন, বিএনপি নেতা একেআজাদ পনির, আলাউদ্দিন রিপন, পুজা পরিষদের সাধারন সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সহ সভাপতি জুয়েল আহমদ, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর