December 11, 2023, 9:08 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম

শিক্ষা অফিসারের গাফেলতির কারণে নদী গর্ভে কোটি টাকার স্কুল ভবন

শিক্ষা অফিসারের গাফেলতির কারণে নদী গর্ভে কোটি টাকার স্কুল ভবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বরিশালের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে সদ্যনির্মিত বাহেরচর শ্রীপুর সাইক্লোন শেল্টার কাম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীতে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকার পরেও নিলামের ব্যবস্থা গ্রহণ করেননি উপজেলা শিক্ষা অফিসার। ফলে কোটি টাকা ব্যয়ের ওই ভবনটি নদী গ্রাস করে নেয়ায় বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটি টাকা ব্যয়ে সদ্যনির্মিত সাইক্লোন শেল্টার কাম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর নদী ভাঙ্গনে ঝুঁকিতে নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়নি। পরবর্তীতে ঝুঁকিপূর্ন ভবনটি নিলামে বিক্রির জন্য স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনকে অবহিত করেন। কিন্তু শিক্ষা কর্মকর্তা ভবন বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। এরইমধ্যে গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত পুরো ভবনের দুই তৃতীয়াংশ নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় সরকার কয়েক লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে নবনির্মিত সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবনটি নদী গর্ভে বিলীন হওয়ার খবর একাধিকবার প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহামুদ হাসান জানান, ভয়াবহ নদী ভাঙ্গন দেখে স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকায় আমরা স্কুল কমিটির নেতৃবৃন্দরা ভবনটি নিলামে বিক্রি করার জন্য শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনকে জানিয়েছি। কিন্তু ওই কর্মকর্তার গাফেলতির কারণে সদ্যনির্মিত স্কুল ভবনটি কালাবদর নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা জানান, প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি আমাদেরকে যথাসময়ে অবহিত করা হলে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কোটি টাকা ব্যয়ের সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটি বিক্রির ব্যবস্থা করা হতো। তিনি আরও জানান, আমাদেরকে যেদিন বিষয়টি জানানো হয়েছে তার একদিন পরেই ভবনটি নদী গ্রাস করে নিয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর