September 28, 2023, 2:26 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

শাবনূরের ক্যামব্যাক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

দীর্ঘ ৫ বছর পর রম্নপালি পর্দায় ক্যামব্যাক করতে যাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘পাগল মানুষ’ আগামি ১২ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহের খান।

জানা গেছে, ২০১২ সালের ২৯ ডিসেম্বর ছবিটির শুটিং শুরম্ন হয়। পরিচালক ছিলেন এম এম সরকার। ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত্ম হয়ে মারা যান তিনি। এরপর তার সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের কাজ শেষ করেন। তার তত্ত্বাবধানেই মুক্তি পাচ্ছে ছবিটি।

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন নন্দিত চিত্রনায়িকা শাবনূর। এই ছবি শেষ করা আমার দায়িত্ব ছিল। কারণ ছবিটি আমার ওস্ত্মাদ পরিচালকের শেষ কাজ। যতœ নিয়ে আমি চেষ্টা করেছি ছবিটি শেষ করে মুক্তি দেয়ার। কেমন হলো সে রায় দেবে দর্শকরা।’

ছবিটি নিয়ে শাবনূর বলেন, ‘ছবিটি মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। কিন্তু এম এম সরকার ভাইয়ের মৃত্যুতে সমস্যা হয়ে গেল। অনেকটা সময় পর ছবিটি আসছে। বদিউল আলম খোকন ভাই যতœ নিয়ে ছবিটি বানিয়েছেন। নির্ধারিত সময়ের অনেক দেরিতে মুক্তি পেলেও ‘পাগল মানুষ’ সিনেমা দর্শক উপভোগ করবেন বলে আশা করি।’

এদিকে, মোস্ত্মাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এত মায়া’ সিনেমায় কাজ করার কথা রয়েছে শাবনূরের। মূলত তার পর্বের শুটিংয়ের জন্যই আটকে আছে ছবিটর বাকি অংশের কাজ। আশা করা যাচ্ছে, চলতি বছরেই এই ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর।

এদিকে, শাবনূর দীর্ঘদিন ধরেই রয়েছেন অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝখানে একটি বিজ্ঞাপনের শুটিং করলেও কয়েক বার ঘোষণা দেয়ার পরও সিনেমার শুটিংয়ে তাকে দেখা যায়নি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর