শরীয়তপুরে চার মাস আগে পদ্মায় ডুবে যাওয়া এক লঞ্চ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চার মাস পরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মায় ডুবে যাওয়া তিন লঞ্চের একটি উদ্ধার করা হয়েছে। ভেতরে পাওয়া গেছে একজনের দেহাবশেষ নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, গত বুধবার রাতে নড়িয়া-২ লঞ্চটি উদ্ধার হয়। এ সময় লঞ্চের কেবিন থেকে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। যাকে লঞ্চের কেরানি সজল তালুকদার বলে তার বাবা হারুন তালুকদার শনাক্ত করেছে বলে জানান তিনি। গত ১১ সেপ্টেম্বর নড়িয়ার ওয়াপদা লঞ্চঘাট থেকে নড়িয়া-২, মহানগর ও মৌচাক নামে তিনটি লঞ্চ ৫০ জন যাত্রী ও স্টাফ নিয়ে ডুবে যায়। এ সময় ৩১ জন সাঁতরে তীরে উঠতে পারলে বাকিরা নিখোঁজ থাকে। পরে অনেক খোঁজাখুঁজি করে দুই জনের লাশ পাওয়া যায়। পরে মালিকপক্ষ লঞ্চ তিনটি উদ্ধারের উদ্যোগ নেয়। দুই সপ্তাহ আগে লঞ্চ শনাক্তের পর উদ্ধার কাজ শুরু করে। গত বুধবার রাতে নদীর তলদেশ থেকে নড়িয়া-২ লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে তারা। হারুন অর রশিদ তালুকদার বলেন, নড়িয়া-২ লঞ্চে থাকা ছেলে সজল তালুকদারের কঙ্কাল পাওয়ার পর বাড়ি এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।