September 23, 2023, 2:53 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন

লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ যোগানোসহ কয়েকটি অভিযোগে ঢাকার লেকহেড গ্রামার স্কুল বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে তিনটি রিট আবেদন করা হয়েছে। ওই স্কুলের ১২ শিক্ষার্থীর অভিভাবক এবং এক মালিক খালেদ হাসান মতিনের পক্ষে আইনজীবী রাসনা ইমাম গতকাল বৃহস্পতিবার এই রিট আবেদন করেন। রিটকারী পক্ষের অন্য আইনজীবীরা হলেন- এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চে দুপুরের পর এ বিষয়ে শুনানি হতে পারে। তিনি বলেন, স্কুলের কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। সেইসঙ্গে স্কুলের শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালু করার আরজি জানানো হয়ছে রিটে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়াসহ কয়েকটি অভিযোগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার স্কুল বন্ধের নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ওই স্কুলে গিয়ে সিলগালা করে দেন। সেদিন সন্ধ্যায় তিনি বলেন, এখন থেকে স্কুলটি কোনো ধরনের কার্যক্রম চালালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর