লালমনিরহাটে ৪ জুয়াড়ি আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
লালমনিরহাটে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিচওড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- কাজিচওড়া এলাকার মৃত আজিত খানের ছেলে সিরাজুল হক (৩২), মোক্তার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আনছার আলীর ছেলে কাশেম আলী (৪৫) ও লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (২০)। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিচওড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।