লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ উদ্দিন শরীফ (২২) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে। বিজিবি-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গতকাল বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মূল সীমানা পিলার এলাকায় হত্যাকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ফরিদসহ কয়েকজন গরু আনার জন্য সীমানা অতিক্রম করে ভারতের আমবাড়ি গ্রামে যান। এ সময় বিএসএফের বিএসবাড়ি ক্যাম্পের টহলদল তাদের গুলি করে। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরলেও ফরিদ ঘটনাস্থলেই মারা যান। বিজিবি কর্মকর্তা মেহেদী বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। লাশ ভারতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।