September 23, 2023, 3:56 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লাভের মুখে রূপালী ব্যাংক ফিরলো বাহাত্তরের লোগোতে

লাভের মুখে রূপালী ব্যাংক ফিরলো বাহাত্তরের লোগোতে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দীর্ঘ দিনের পুঞ্জীভূত লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার পর ১৯৭২ সালের লোগোতে ফিরে গিয়ে নতুন রূপে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির পরিবর্তিত লোগো উম্মোচন করা হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান বলেন, আগের বছরের ১০০ কোটি টাকার লোকসান কাটিয়ে গত বছর আমরা ৫৩৭ কোটি টাকা লাভ করেছি।

“আমরা ঘুরে দাঁড়িয়েছি।” নতুন এই লোগোতে দ্বি-রঙা জাতীয় পতাকার সামঞ্জস্য রেখে একটি সবুজ বটগাছ ঘিরে রয়েছে লাল একটি বৃত্ত।

এমডি বলেন, ১৯৭২ সালে ব্যাংক প্রতিষ্ঠার সময় এটাই ছিল মূল লোগো। ১৯৭৭ সালের পর বেশ কয়েক বার এই লোগো পরিবর্তিত হয়েছে। আমরা এখন মূল রূপে ফিরে গেলাম। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এ সময় তার পাশে ছিলেন।

আগের চেয়ে ব্যাংকের কম সংখ্যকসংখ্যা শাখা লোকসান করছে জানিয়ে আতাউর বলেন, এটা (লোকসানি শাখার সংখ্যা) এখন ৩৩টি, যা দুই বছর আগে ১৪৪টি ছিল।

ব্যাংককে লাভের মুখ দেখানোর জন্য ব্যবস্থাপনা দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সম্ভাবনার কোনো সীমা নেই।

লোগোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বটগাছ হলো অর্থনৈতিক কর্মকা-ের প্রতীক। আগের দিনে গ্রামের বাজার বসতো বটগাছের নিচে। ব্যাংকের শাখার সংখ্যা বিবেচনায় নিলে অন্যসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে রূপালী ব্যাংক বেশি সফল বলে মন্তব্য করেন তিনি। আমরা মাত্র ৫৬৩টি শাখা চালাই, যা অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সংখ্যার প্রায় অর্ধেক। রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর