September 23, 2023, 10:24 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সংকট

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে নাখোশ সু চি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা সংকট নিয়ে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া বিবৃতিটি নিয়ে মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি আপত্তি জানিয়েছেন। এ বিবৃতির কারণে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া প্রশ্নে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমন সতর্কতা দেওয়া হয়। সংকট সমাধান প্রচেষ্টায় বহুপক্ষের অংশগ্রহণ নিয়ে অনিচ্ছা প্রকাশ করা হয় ওই বিবৃতিতে। দাবি করা হয়, একমাত্র দ্বিপাক্ষিকভাবেই এ সংকটের সমাধান করা সম্ভব। রোহিঙ্গা সংকটের অবসানের জন্য গত সোমবার নিরাপত্তা পরিষদে আলোচনার পর সর্বসম্মতভাবে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে রাখাইন অঙ্গরাজ্যে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয় এবং সেখানে সেনাবাহিনী যেন আর অতিরিক্ত বল প্রয়োগ না করে তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। এর জবাবে গতকাল বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির দফতর থেকে একটি বিবৃতি দেওয়া হয়।  বিবৃতিতে সতর্ক করে বলা হয়, নিরাপত্তা পরিষদের ওই বিবৃতি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান আলোচনাকে ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ করতে পারে। এ সংকটের সমাধান কেবল দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সম্ভব এবং এ বিষয়কে নিরাপত্তা পরিষদ এড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে দাবি করা হয়, এ বিষয়ে মিয়ানমার ও বাংলাদেশের আলোচনা ‘মসৃণভাবে ও প্রত্যাশা অনুযায়ীই’ চলছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আগামি ১৬ ও ১৭ নভেম্বর মিয়ানমার সফরের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। অবশ্য বাংলাদেশি কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফর আরও পরে হতে পারে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর