December 11, 2023, 10:03 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রোহিঙ্গাদের জন্য পাহাড়-বন ক্ষতিগ্রস্ত, পর্যটন খাতে সমস্য হচ্ছে : মেনন

রোহিঙ্গাদের জন্য পাহাড়বন ক্ষতিগ্রস্ত, পর্যটন খাতে সমস্য হচ্ছে : মেনন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

 বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মিয়ানমারে জাতিগত নিধন গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য পাহাড় বন ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে পর্যটন খাতে কিছু সমস্য দেখা দিয়েছে গতকাল শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করে মেনন বলেন, তাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়ভাবে কিছু অভিঘাত আসবে এরইমধ্যে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার জনসংখ্যার চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে তিনি আরো বলেন, সেন্ট মার্টিনে পয়লা অক্টোবর থেকে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি রাশেদ খান মেনন বলেন, বিএনপি যে সহায়ক সরকারের কথা বলছে, তার কোনো অস্তিত্ব নেই সংবিধানে সংবিধান অনুযায়ীই একাদশ সংসদ নির্বাচন হবে বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারই সহায়ক সরকার হিসেবে কাজ করবে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর মামলার রায় তড়িঘড়ি করে দেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা করেন রাশেদ খান মেনন তিনি বলেন, তিনি ৫৪ বার তাঁর মামলা স্থগিত করার সুযোগ পেয়েছেন এমনকি আট মাস মামলা আটকে রেখেছেন প্রতিটি মামলার ধার্য দিনের মধ্যে সাত দিন সময়ও পাচ্ছেন তিনি সুতরাং তড়িঘড়ি করে তার মামলার রায় ঘোষণার যে অভিযোগ তিনি তুলেছেন, তা যথার্থ নয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন এতে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ অন্যান্যের মধ্যে বক্তব্য দেবেন অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল, অধ্যাপক সাব্বির আহমেদ, উপাধ্যক্ষ মইনুল হোসেন, অধ্যাপক . সুশান্ত দাস, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর