রায়গঞ্জে গৃহবধুকে হত্যার পর আত্মহত্যা বলে হিসাবে চালিয়ে দেয়ার অভিযোগ
মোঃ ইকবাল হাসান সরকার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রহ্মগাছায় জিয়াসমিন (২১) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
ঘটনাটি গত ২৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজার সংলগ্ন বাসুড়িয়া গ্রামে। নিহত গৃহবধুর ব্রহ্মগাছা ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের আলামিনের স্ত্রী ও একই গ্রামের ঈসমাইল হোসেনের মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ জিয়াসমিনকে তার স্বামী গত ২৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে হত্যা করে ৩০ ডিসেম্বর শনিবার সকালে দিকে শয়নকক্ষে ধর্ণার সাথে ওড়না দিয়ে গলা পেচিয়ে ঝুলে রেখে নিহতের শাশুড়ি বাবার বাড়ি খবর দেন।
খবর পেয়ে স্বজনরাসহ রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহতের মৃত্যুর খবর জানানোর পর পালাতে গিয়ে নিহতের স্বামী এবং নিহতের স্বামীর পিতা মাতাকে জনগন হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহতের বাবা ঈসমাইল হোসেন বাদী হয়ে স্বামী আল আমিন (২৭) কে আসামী করে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মামলা নং ১২/৩০/১২/২০১৭ইং। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।