রাষ্ট্রপতি সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতীয় রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এটি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক-আঞ্চলিক ইস্যুতে বোঝাপড়াও অত্যন্ত চমৎকার। হাইকমিশনার শ্রিংলা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন। শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি রেল ও সড়ক যোগাযোগের ফলে দু’দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে দু’দেশের জনগণ উপকৃত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও ক্রমশ বাড়ছে।