December 4, 2023, 5:22 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন ভক্ত

রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন ভক্ত

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন । সারা দেশে হাজারো ভক্ত তার। তার মধ্য থেকে তিনজন ভক্ত জন্মদিনের আগের রাতে মাহির সঙ্গে আড্ডা দেবার সুযোগ পেলেন। মাহি নিজেও চেয়েছিলেন এবারের জন্মদিনে তিনি এই ভক্তদের সঙ্গে সময় কাটাবেন। মাহির এই তিন ভক্ত হলেন পটুয়াখালীর উজ্জ্বল দাস, সিলেটের রানা এবং বরিশালের রাইসুল। এরমধ্যে উজ্জ্বল দাস শুক্রবার বলেন, আমি মাহি আপুর অনেক বড় একজন ভক্ত।

তার জন্য একটা ফ্যান পেইজও খুলেছি আমি। তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমি পটুয়াখালী থেকে ঢাকায় এসেছিলাম। গত বৃহস্পতিবার রাতে মাহি আপুর উত্তরার বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা জানালাম। আমার পাশাপাশি রানা ও রাইসুল নামে দুজন ভক্ত গতকাল ঢাকায় এসেছিল। মাহি আপু আমাদের তিন ঘণ্টার বেশি সময় দিয়েছেন। গাড়িতে ঘুরে বেড়াতে নিয়ে যাবার পাশাপাশি রেস্তরাঁয় রাতে ডিনার করিয়েছেন। আমাদের অনেক ভালো সময় কেটেছে। বিশেষ করে আমি মাহি আপু ও তার বর অপু ভাইকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রসঙ্গে মাহি বলেন, আমার কোনো চাওয়াই অপূর্ণ নেই। জন্মদিন নিয়ে আমার তেমন কোনো আয়োজন থাকে না। আমার ভক্তদের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে। আর পরিবারের সঙ্গে বর্তমানে সময় কাটাতে সিলেট এসেছি। বিশেষ দিনে কোনো শুটিং রাখি না। তাই বেশ আনন্দেই সময় কাটছে। উল্লেখ্য, মাহি বর্তমানে রবিন খানের ‘মন দেব মন নেব’ ছবির কাজ করছেন। আর সম্প্রতি তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে। দীপংকর দীপনের পরিচালনায় এ ছবিতে মাহির নায়ক হিসেবে কাজ করেছেন আরিফিন শুভ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর