December 11, 2023, 3:48 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

রাতের আঁধারে ঠিকাদারকে তিন কোটি টাকার চেক দিলেন অবসরপ্রাপ্ত বিসিক প্রকল্প পরিচালক

রাতের আঁধারে ঠিকাদারকে তিন কোটি টাকার চেক দিলেন অবসরপ্রাপ্ত বিসিক প্রকল্প পরিচালক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
দূর্নীতির দায়ে অভিযুক্ত সদ্য অবসরে যাওয়া ঝালকাঠি বিসিক শিল্প নগড়ী প্রকল্পের প্রকল্প পরিচালক ও বরিশাল বিসিকের সহকারি মহা ব্যবস্থাপক অসীম কুমার ঘোষের বিরুদ্ধে অবসরে গিয়েও রাতের আঁধারে ঠিকাদারকে চেকের মাধ্যমে টাকা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত অফিস কক্ষ আটকিয়ে ঝালকাঠি বিসিক শিল্প নগড়ী প্রকল্পের কাজে দূর্নীতির দায়ে অভিযুক্ত ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দকে প্রায় তিন কোটি টাকার চেক প্রদান করা হয় বলে জানাগেছে। অফিসের কাজ সেরে রাতে বিসিকের সামনের সড়ক থেকে ওই ঠিকাদার তার গাড়ীতে করে চলে যান। এনিয়ে ওই অফিসের সাধাণ কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঝালকাঠি বিসিক শিল্প নগড়ী প্রকল্পের প্রকল্প পরিচালক ও বরিশাল বিসিকের সহকারি মহা ব্যবস্থাপক অসীম কুমার ঘোষ গত ৩১ অক্টোবর অবসরে যান। কিন্তু অবসরে গিয়েও কিভাবে তিনি ঠিকাদারদের বিল পরিশোধ করলেন এই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান সশ্লিষ্টরা। তবে বিসিকের হিসাব থাকা জনতা ব্যাংকের ঝালকাঠি শাখা ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন খলিফা বলেন,‘ আমরা যতক্ষনে অফিসিয়াল কোন নিদের্শ না পাব ততক্ষন পর্যন্ত ওই ( অসীম কুমার ঘোষের) সাক্ষরেই টাকা দিব। কত টাকার লেনদেন হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। জানাগেছে, ঝালকাঠি বিসিকি শিল্প নগড়ী প্রকল্পের কাজ শুরু হবার পরে এই কাজের পুকুর ভরাটসহ বিভিন্ন পর্যায়ে নানা রকমের দূর্নীতি হয়। ঠিকাদার ও প্রকল্প পরিচালসহ অফিসের কিছু দূর্নীতি পরায়ন কর্মকর্তার যোগ সাজসে ওই কাজে ব্যাপক দূর্নীতি হয়। এর পরিপ্রেক্ষিতে ওই প্রকল্প থেকে ৫২ লাখ ৬৬ হাজার টাকা অত্মসাধের অভিযোগ এনে বরিশালের দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আল-আমিন বাদি হয়ে দুদকে একটি মামলা করেন। এই মামলায় আসামি করা হয় ঝালকাঠি বিসিক শিল্প নগড়ী প্রকল্পের প্রকল্প পরিচালক ও বরিশাল বিসিকের সহকারি মহা ব্যবস্থাপক অসীম কুমার ঘোষ, সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সহকারি প্রকৌলশী বেলায়েত হোসেন, ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মু. মুনিরুল ইসলাম তালুকদার। এর মধ্যে প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও সহকারি প্রকৌলশী বেলায়েত হোসেন গ্রেফতার হয়ে জেল খেটেছেন। এ ব্যাপারে ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন,‘ বৃহস্পতিবার রাতে আমি কোন চেক নেই নি। তাছাড়া বিসিকের কাছে আমার অনেক বিল পাওনা রয়েছে।’ ঝালকাঠি বিসিক শিল্প নগড়ী প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক ও বরিশাল বিসিকের সবেক াসহকারি মহা ব্যবস্থাপক অসীম কুমার ঘোষ বলেন, বৃহস্পতিবার রাতে আমি কোন চেক দেইনি। ২৯ অক্টোবরের আগে দিয়েছিলাম। নতুন কোন পিডি নিয়োগ না হওয়ায় কর্তৃপক্ষ চাওয়ার কারণে আমি অফিসে আসি। তবে এজন্য আমি কোন টাকা পাই না।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর