September 26, 2023, 2:39 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৭ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৭ জন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মোট নয়টি ইউনিটের ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক খাদেমুল বলেন, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়। এতে কোটাসহ মোট চার হাজার ৭০০ আসনে বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৬৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৩৩ হাজার ৬৮০, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৮৬৯, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ১৭৪, ‘ডি’ ইউনিটে ২২ হাজার ৫২৬, ‘ই’ ইউনিটে ৪১ হাজার ২৩২, ‘এফ’ ইউনিটে ৩৯ হাজার ৯৩৪, ‘জি’ ইউনিটে ২৮ হাজার ৭৮৩, ‘এইচ’ ইউনিটে ৩৯ হাজার ৬২৬, ‘আই’ ইউনিটে চার হাজার ৩২, ‘জে’ ইউনিটে ১৩ হাজার ৬৪২ ও ‘কে’ ইউনিটে ১১ হাজার ৬২২ জন প্রার্থী আবেদন করেছে।

এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় ‘বেশি শিক্ষার্থী’ আবেদন করেছে। আগামি ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে খাদেমুল জানান। ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ এ পাওয়া যাবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর