রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, আহত ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহীর বাঘায় রাস্তার ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। এই ঘটনায় লিপি খাতুন (১০) নামের এক শিশু আহত হয়েছে। তাকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বর্দী-রাজশাহী সড়কের বাঘা উপজেলার মহদিপুর নাখরাজপাড়া গ্রামে। জানা যায়, ঢাকা মেট্রো ঘ-১৪-৫১২৪ আসবাবপত্রবাহী ট্রাক ঈশ্বর্দী থেকে রাজশাহীর দিকে আসছিল। এই সময় ট্রাক বাঘা উপজেলার মহদিপুর নাখরাজপাড়া নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে দুখু মিয়ার বাড়িতে ঢুকে যায়। এতে দুখু মিয়া ছনের (বুন) বেড়া দিয়ে তৈরী করা ছাপরা ঘর ভেঙ্গে যায়। এই সময় তার মেয়ে লিপি খাতুন ঘরে ঘুমিয়ে ছিল। তবে অল্পের জন্য লিপি বেচে গেলেও আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। তবে এই রাতেই ভেঙ্গে যাওয়া ঘর মেরামত বাবদ ৩৭ হাজার টাকায় সমঝোতা করে নিয়ে ট্রাক ছেড়ে দেয়া হয়েছে বলে জানান দুখু মিয়া। বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, ঘটনাটি জানা নেই। তারপর কেউ কোন অভিযোগ করেনি।