December 11, 2023, 9:18 pm

সংবাদ শিরোনাম
মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০

রাজনগরে অভিমান করে যুবতীর আত্মহত্যা ! পিতা পুত্রকে আসামী করে থানায় মামলা

রাজনগরে অভিমান করে যুবতীর আত্মহত্যা ! পিতা পুত্রকে আসামী করে থানায় মামলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউপির খাসপ্রেমনগর গ্রামের দিনমজুর গফ্ফার মিয়ার মেয়ে রেহেনা বেগম (১৯) বিয়ের সপ্ন ভঙ্গ হওয়ায় যৌতুকলোভী শশুরবাড়ীর লোকজনদের উপর অভিমান করে ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে যুবতীর আত্মহত্যার ঘটনায় রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ নভেম্বর দিনমজুর গফ্ফার মিয়া রাজনগর থানায় বাদী হয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপির বলিয়ারভার গ্রামের নব বর রিপন বখত (২৮), যৌতুকলোভী শশুর চেরাখ বখত (৫২)সহ আরো ২/৩জনকে আসামী করে (মামলা নং- ১৩, তারিখঃ ১৮/১১/২০১৭ইং, ধারা-৩০৬) দায়ের করেন।  যুবতীর আত্মহত্যার ঘটনার পর থেকেই নব বর রিপন বখত ও যৌতুকলোভী শশুর চেরাখ বখত বাড়ী ছেড়ে পালিয়েছে। জানা গেছে- বিয়ের স্বপ্ন ভঙ্গ যুবতী রেহেনার বিয়ে আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলার চেরাগ বখত এর পুত্র রিপন বখত (২৮) এর সাথে বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বিয়েতে আন্তীয়-স্বজনদের দাওয়াত, খাবারের জন্য গরু-ছাগল, কাঠ-ফালৎসহ যাবতীয় মালামাল ও কমিউনিটি সেন্টার বুকিৎ করা সম্পন্ন হয়।  গত ১৫ নভেম্বর রেহেনার শশুরালয় থেকে মেয়ের পরিবারের লোকজনদের ফোন দিয়ে জানানো হয় এ বিয়ে হবেনা। গত ১৬ নভেম্বর মেয়ের বাড়ীর লোকজন  বিষয়টি যাচাই বাচাই করার জন্য চেরাগ বখত এর বাড়ীতে গিয়ে বিয়েটি অকারনে ভেঙ্গে না দেওয়ার অনুরুদ জানান। এ সময় বর পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন- চেরাগ বখত, সিতার বখত, কুটি ও তাদের নিকট আন্তীয় মিরপুর গ্রামের আব্দুর রকিব। এ সময় বর পক্ষের লোকজন পুনরায় এ বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনায় যুবতী রেহেনা মর্মাহত হয়ে গত ১৬ নভেম্বর বিকাল ৫টায় গলায় ওড়না পেছিয়ে পরিবারের অজান্তে অভিমান করে আন্তঃহত্যা করে। মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস সদর হাসপাতালে লাশের সুরতহাল রির্পোট তৈরি করে গত ১৭ নভেম্বর লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিয়ের উকিল শাহনাজ বেগম, মিলাদ মিয়া ও তার মা আসমা বেগম জানান- ছেলে পক্ষের সম্মতিতেই এ বিয়ের আয়োজন করা হয়েছিল। মেয়ের আংটির মাফও নেয়া হয়ে গেছে। বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে  ছেলের বাবা চেরাগ বখত ২লক্ষ টাকা যৌতুক দাবী করেন। মেয়ের দিন মজুর পিতার পক্ষে দাবীকৃত এ টাকা দেওয়া অসম্ভব ছিল। মেয়েটির বিয়ে ভেঙ্গে যাওয়ায় ও ছেলের পিতার দাবীকৃত টাকা দিতে না পারায় সে আন্তঃহত্যা করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বিষয়টি অত্যান্ত দুঃখজনক এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর