রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বংশাল থানার এসআই রফিক জানান, সকালে বাসের ধাক্কায় ওই লোকটি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।