রাজধানীতে ছুরিকাঘাতে আহত বিউটি পার্লারকর্মীর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজধানীর গুলশানে ‘প্রেমিকের’ ছুরিকাঘাতে আহত বিউটি পার্লারকর্মী লিমা (২০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিমার মৃত্যু হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরের দিকে গুলশান ২ এলাকায় একটি বিউটি পার্লারে দায়িত্বরত অবস্থায় লিমার প্রেমিক আরমান পার্লারে প্রবেশ করেন। তিনি লিমাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে লিমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। লিমার ভাটারার সাইদনগর এলাকায় থাকতেন। সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকা- হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।