December 2, 2023, 9:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজধানীতে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি ছাপাখানার গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ছড়ানো অগ্নিকা-ে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ছাপাখানার মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। কারখানা মালিকের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বরের ছয়তলা ভবনের নিচতালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি কারখানা আছে সুজনের। রাতে কাজ শেষে দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরেই ঘুমান তিনি। রাত ৩টার দিকে কারখানার ভেতরে আগুন জ¦লে ওঠে। দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তিনজন দগ্ধ হন। সোহেল রানা আরো জানান, কক্ষের বাথরুমের পাশ দিয়ে একটি পাইপলাইন গিয়েছে। ধারণা করা হচ্ছে, সেটির লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, সুজনের শরীরে ২০ শতাংশ, মুক্তারের ১৫ ও তাহমীনের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর