December 4, 2023, 6:02 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

রাজধানীতে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ৫ সদস্য আটক

রাজধানীতে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ৫ সদস্য আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাকরি ও প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআইয়ের ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত উপমহাপরিদর্শক মাইনুল হোসাইন। আটকৃতরা হলো হারুন-অর-রশিদ ওরফে রামনাথ ঠাকুর (৫৬), মো. উজ্জ্বল চৌধুরী ওরফে জি. মোস্তফা কামাল (৪৭), মো. শামছুল আলম মজুমদার ওরফে কুপা শামছু (৪৮), মো. আমিনুল ইসলাম (৩৭) ও মো. মুকছেদুর রহমান আকন্দ ওরফে আল-আমিন (৩৮)। তাদের মধ্যে হারুন-অর-রশিদ ওই চক্রের মূল হোতা বলে পিবিআই দাবি করেছে। অতিরিক্ত ডিআইজি মাইনুল হোসাইন জানান, যাঁরা প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও অবসরপ্রাপ্ত সচিব রয়েছেন। প্রতারণার বর্ণনা দিয়ে মাইনুল হোসাইন জানান, এই প্রতারক চক্রের লোকেরা নিজেদের ভুয়া একটি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মার্কেটিং কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেই সঙ্গে তারা তাদের প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার কথাও বলত এবং তাদের প্রতিষ্ঠানের অংশীদার হলে রামনাথ ঠাকুর নামের ভারতীয় এক বড় ব্যবসায়ীর সঙ্গে ব্যবসার সুযোগ পাবেন বলে প্রলোভন দেখাত। এসব প্রলোভন দেখিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিত। পিবিআইয়ের জ্যেষ্ঠ এই কর্মকর্তা জানান, প্রতারক চক্রের কাছ থেকে একটি ব্রিফকেস, সাতটি মোবাইল ফোনসেট, দুই বান্ডিল মার্কিন ডলার, দুই বান্ডিল পুরাতন ১০ টাকার নোট ও আটটি তাসের বান্ডিল উদ্ধার করা হয়। এই চক্রের অন্যান্যের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, পাঁচজনের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা করেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর