December 2, 2023, 9:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাখাইন পরিদর্শনে সু চি

রাখাইন পরিদর্শনে সু চি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

মিয়ানমারে রোহিঙ্গা সংকট থেকে সৃষ্ট সহিংসতার পর দেশটির ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি প্রথমবারের মতো রাখাইন সফরে গিয়েছেন। গত বুধবার রাখাইনের রাজধানী সিত্তেতে পৌঁছান সু চি। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম মাই স্যান্তোনিও এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাখাইনের উত্তরাঞ্চলের সহিংসতার শিকার গ্রামগুলো পরিদর্শনে যান তিনি। এর আগে ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় রাখাইনের দক্ষিণাঞ্চলে গিয়েছিলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা। রাখাইন সরকারের উপপরিচালক তিত মং সুই জানান, ‘রাষ্ট্রীয় উপদেষ্টা রাখাইনে এসেছেন। তিনি প্রদেশের কর্মকর্তাদের নিয়ে রাখাইনের মংডুতে যাচ্ছেন।’ গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কাছে শোনা যায় সেনাবাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতার কথা। এরপর মিয়ানমার ও সু চি আন্তর্জাতিক চাপের মুখে পড়ে। এরপর প্রথমবারের মতো রাখাইন আসলেন সু চি। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, একদিনের সফরে রাখাইনের দুটি শহর পরিদর্শনের কথা রয়েছে সু চির। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান,  বর্তমানে নোবেলজয়ী কথিত এই গণতন্ত্রপন্থী রাখাইনের সিত্তেতে অবস্থান করছেন। এরপর তিনি মংডু এবং বুথিডং এলাকা সফর করবেন। এ দুটো এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে হাজার-হাজার রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে গেছে।

সু চি’র সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চায়নি তার দফতর।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর