রসিক নির্বাচনে-নির্বাচন অফিসে সাংবাদিকদের হয়রানী
জেলা প্রতিনিধিঃ
২১ ডিসেম্বর ২০১৭ তারিখে রসিক নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শনের অনুমতি প্রদানে অনিয়মের খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনের নির্দেশপত্র মোতাবেক রংপুর নির্বাচন অফিসে প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সিটি প্রেসক্লাব থেকে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ডের জন্য রংপুর নির্বাচন অফিসের কর্মকর্তা বরাবরে যাথারীতি তালিকা প্রদান করা হয়। পরবর্তীতে তালিকা মোতাবেক কার্ড তৈরি না করে ক্লাব কর্তৃপক্ষের নিকট হস্তান্তর না করায় সাংবাদিকগণ অফিসে কার্ড সংগ্রহ করতে গিয়ে হয়রানীর শিকার হন। সরেজমিনে তদন্ত করে জানা যায় মো: আবতাব-উজ্জামান, রিটার্নিং অফিসার সহায়ক কর্মকর্তা নিয়ম বর্হিভুত তার ইচ্ছেমত একই পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার নামে ৮/১০টি করে কার্ড সরবরাহ করে বিশৃংখলার সৃষ্টি করে। এতে করে প্রকৃত সাংবাদিকগণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হয়রানীর শিকার ও অনুমতিপত্র থেকে বঞ্ছিত হয়।