September 21, 2023, 10:14 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী গুরুতর আহত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বাহিনীর যৌথ অভিযান, আটক ৩ কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর সিটি করপোরেশন নির্বাচন: আগাম প্রচারের সময়সীমা শেষ

রংপুর সিটি করপোরেশন নির্বাচন: আগাম প্রচারের সময়সীমা শেষ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামেনে রেখে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের শুরু করা প্রচারের সময়সীমা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে নগরীর যেসব স্থানে ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড ও পোস্টার লাগানো হয়েছে; তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। গত বুধবার বিকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করে এ আহ্বান জানানো হয়; নির্ধারিত সময়সীমার পর নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নির্ধারিত সময়সীমার পর যাদের পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে আগামি ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ৫ নভেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। এরইমধ্যে নির্বাচনের প্রচারের জন্য ব্যবহৃত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডে রংপুর নগরীর বিভিন্ন অলি-গলি, বিদ্যুৎও টেলিফোনের খুঁটি এবং সরকারি-বেসরকারি স্থপনাগুলো ছেয়ে গেছে। নির্বাচন কর্মকর্তা সাহাতাব বলেন, সিটি নির্বাচন আইনবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারের কোনো সুযোগ নেই; এ সময় নির্বাচন সংক্রান্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেইট তৈরি পুরোপুরি নিষিদ্ধ। দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২’ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা না হলে নূন্যতম ১০ হাজার টাকা এবং অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে অনধিক ৩০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদ-ের বিধান রয়েছে। জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এমন আইন আছে বলে আমার জানা নেই। তবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেগুলো অপসারণ শুরু করেছি। এদিকে জেলা নির্বাচন অফিসের মাইকিং শোনার পর নির্বাচনের প্রচারের জন্য ব্যবহৃত সকল ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার সরিয়ে নিতে শুরু করেছেন বলে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাফিউর রহমান সফি জানিয়েছেন। তিনি বলেন, আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যে সব সরিয়ে নিতে পারব। সিটি করপোরেশনের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হাসনা বানু একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রাচারণা চালাচ্ছেন। তিনি বলেন, সকলেই পোস্টার ও ফেস্টুন লাগিয়েছে, তাই আমিও প্রচার চালাচ্ছি। নির্বাচন অফিস তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় সেগুলো অপসারণ করা হচ্ছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর