March 25, 2023, 10:29 pm

সংবাদ শিরোনাম
দীর্ঘ সেশনজটের কবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ কলেজ ছাত্রীকে ধর্ষণ পুলিশ সদস্য গ্রেফতার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির তেলেছমাতি ৪৫০ কোটি টাকা টেন্ডার অনিয়ম নোম্যান্সল্যান্ডে আবারো কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের,বিজিবির বাঁধা মোংলা ইপিজেডে অগ্নিকাণ্ড এসকেভেটোর দিয়ে সরানো হচ্ছে পুড়া স্তুপ কুতুবদিয়ায় চট্টগ্রাম র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে জলদস্য প্রধান মোশারফসহ ২ জন আটক ৮ টি অস্ত্র উদ্ধার বেচেঁ থাকাই যেখানে সংগ্রাম শফিকুল সফুরা দম্পতির উলিপুরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপহার পেল শীতার্ত মানুষ রাজাপুরে জেলেদের মাঝে ছাগল বিতরণ

রংপুর উপজেলার কাউনিয়ায় চিকিৎসা না পেয়ে হাসপালের সামনে বাচ্চা প্রসব

রংপুর ব্যুরো
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় গত শুক্রবার ২৩শে সেপ্টেম্বর  দুপুর ১২টার দিকে চিকিৎসা নিতে আসা এক নারীর চিকিৎসা না পেয়ে হাসপাতালের সামনে বাচ্চা প্রসবের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বেপক সারা পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মা ও শিশু টিকে চিকিৎসার জন্য  ভর্তি ও নিবির পরিচর্যা করছে। জানাগেছে কাউনিয়া উপজেলা পার্শ্ববর্তী উপজেলা পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের সাগর মিয়ার স্ত্রী রিতু আক্তার (২০) শুক্রবার গর্ভাবস্থায় কাউনিয়া সরকারি  স্বাস্থ্য কমপেলেক্সে   চিকিৎসা নিতে আসেন। কিন্তু মেডিকেলের কর্তব্যরত নার্স তাদের বলে এই রোগির ডেলিভারী এখানে হবে না রংপুর নিয়ে যেতে হবে।  বাধ্য হয়ে  রুগির স্বজনরা রোগীকে রংপুর নিয়ে যেতে এ্যাম্বুলেন্স খুঁজতে থাকে কিন্তু পরবর্তী  তার ব্যাথা উঠে এবং হাসপাতাল চত্তরের রাস্তায় তার বাচ্চা প্রসব হয়ে যায়। সে একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে ব্যপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মা-ও সন্তানের চিকিৎসা প্রদান করছে। অনেকই মন্তব্য করেছে এই হলো সরকারী হাসপালের চিকিৎসা সেবার চিত্র। এব্যাপারে স্বাস্থ্য  কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান আমি বিষয়টি জানান পর পরই ব্যবস্থা গ্রহন করেছি। তাদের  চিকিৎসা দেয়া হচ্ছে। মা  ও বাচ্চা এখন ভাল আছে। নার্সদের কোন গাফিলতা থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর